জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারঘরিয়া এডিসি ভিলেজের ৫৩ নং বুথের স্থানীয় জনগণের সাথে এলাকায় চলমান উন্নয়নমূলক কাজগুলো দ্রুত তরান্বিত করা এবং স্থানীয় জনগণের নানা সমস্যা ও অভাব-অভিযোগ গুলোর সমাধানকল্পে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী চারঘরিয়া এডিসি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকায় চলমান নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হন। তাছাড়া এলাকার সার্বিক উন্নয়নের জন্য আরও কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো সম্পর্কে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার স্থানীয় নেতৃত্বদের নির্দেশ প্রদান করেন।