জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ৮ বড়দোয়ালী মন্ডলের ৩৯ নং ওয়ার্ডের কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন। এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশকে ভালো রাখার যে বার্তা দিয়েছেন তা নিয়ে তিনি বলেন প্রত্যেকের কাছে অনুরোধ রাখা হবে সকলেই যেন কমপক্ষে একটি হলেও বৃক্ষ রোপন করার জন্য, কেননা একটি গাছ একটি প্রাণ। তাছাড়া গ্রীষ্মকালে যেসব কাক পক্ষীদের তেষ্টা পায় তাদের জন্য বাড়ির উঠোনে একটি পাত্রে জল রাখার। পাশাপাশি তিনি আরো বলেন রাজনৈতিক আলোচনার বাইরে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সমস্ত সামাজিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এদিনের মন কি বাত অনুষ্ঠানে কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।