Site icon janatar kalam

উলঙ্গ পার্টি আইপিএফটি ও বুবাগ্রার তিপ্রামথা ছেড়ে পদ্ম শিবিরে যোগদান ৬২০ পরিবারের ১৯২৬ ভোটার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত, শাসক বিজেপির উন্নয়নমূলক কাজে মুগ্ধ হয়ে পদ্ম শিবিরে যোগদান শতাধিক মানুষের। তারই পরিপ্রেক্ষিতে দেখা গেল শনিবার ১নং সিমনা মন্ডলের উদ্যোগে বৈরাগী পাড়া জে.বি স্কুল মাঠে আয়োজিত জনসভায় মঙ্গল দেববর্মার নেতৃত্বে ৬২০ পরিবারের ১৯২৬ জন ভোটার আইপিএফটি, তিপ্রামথা এবং সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হতে। নবাগতদের ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান রাজ্যের আইন ও শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য অতিথিরা । এদিন মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি আছে, থাকবে! 2023 বিধানসভা নির্বাচনে আরো বেশি সংখ্যক আসন নিয়ে দ্বিতীয়বার সরকার গঠন করবে বিজেপি। তাছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা মহাশয়, রাজ্য মন্ত্রিসভার সদস্য রামপদ জমাতিয়া, বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ জেলা ও মন্ডল নেতৃত্ব।

Exit mobile version