জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- শনিবার সোনামুড়া টাউন হলে সিপাহীজলা জেলা যুব মোর্চার লড়াকু ভাইদের উদ্যোগে টাউন হল চত্বরে আয়োজিত হয় এক স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির। উক্ত রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়, প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী কিশোর বর্মন মহোদয়, নলছড় বিধায়ক শ্রদ্ধেয় সুভাষ দাস মহোদয়, দঃ সিপাহীজলা জেলার প্রভারী শ্রদ্ধেয় জসিম উদ্দিন মহোদয় এবং জেলা সভাপতি শ্রদ্ধেয় দেবব্রত ভট্টাচার্য মহোদয়, জেলা যুব মোর্চার সভাপতি শ্রদ্ধেয় সুপাঙ্ক সরকার মহোদয় সহ প্রদেশ যুব মোর্চার সম্পাদক শ্রী সুরুজ দেব মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দগন। এদিনের রক্তদান শিবিরে রক্তদানকারী সকল রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন তাদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য ধন্যবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া আজকের এই রক্তদান শিবিরে সকল রক্তদাতাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজকের এই মহতী রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষনীয়।