জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে প্রত্যেকটি জেলায় চলছে রক্তদান শিবির। তারই অংশ হিসেবে আজ খোয়াই মন্ডল যুব মোর্চার উদ্যোগে 1 মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । উক্ত মেগা রক্তদান শিবিরে 21 জন রক্ত দান করেছেন। এদিন সংবাদমাধ্যমকে রক্তদান শিবিরের উদ্যোক্তারা বলেন রক্তদান মহৎ দান রক্তের কোন জাত পাত কিংবা ধর্ম হয় না রক্তদানের মাধ্যমে একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর মত মহান কাজ করা যায় এবং রাজ্যে যে রক্তস্বল্পতা চলছে সেই রক্তস্বল্পতা দূরীকরণের লক্ষ্যে তাদের এই উদ্যোগ বলে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার স্টেট সেক্রেটারি সত্যজিৎ মুখার্জি ও স্টেট যুব মোর্চার মুখপাত্র অমল মুখার্জি ও স্টেট স্পোর্টস ইনচার্জ রাহুল ভট্টাচার্যী, ও খোয়াই জেলার যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ ও খোয়াই মন্ডল এর যমুনা সভাপতি সুরজিৎ পাল মহাশয় উপস্থিত ছিলেন এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসব আনন্দে রক্তদান করতে দেখা গিয়েছে।