জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন।সর্বদলীয় বৈঠকে এই বলে আশ্বস্ত করা হয়েছে বিরোধীদের। এদিকে বিরোধীদের প্রশ্ন ভোট দিতে পারবে তো ভোটাররা ? 20 23 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই শাসক দলের কাছে বলতে গেলে প্রায় এসিড টেস্ট এর মত এসে হাজির হয়েছে উপনির্বাচন।কেউ কেউ বলছে ফাইনালের আগে এটা হচ্ছে সেমিফাইনাল।সে যাই হোক শাসক ও প্রধান বিরোধী রাজনৈতিক দলের কাছে ও প্রধান বিরোধী রাজনৈতিক দলের কাছে এই নির্বাচন প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলোর কাছে প্রি টেস্ট পরীক্ষা বলা চলে।বা প্রবেশিকা পরীক্ষাও বলা যেতে পারে। সময় কম হাতে গুনলে এক মাস সময়ও হাতে নেই। এক মাসের মধ্যেই নির্বাচন ও ফলাফল প্রকাশ।তবে প্রস্তুতিতে ঘামতি নেই কোনও রাজনৈতিক দলের।শুক্রবার ছিল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের পৌরহিত্যে সর্বদলীয় বৈঠক।বৈঠকে রাজ্যের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে,জানিয়েছেন নিজেদের মতামত। দাবি ও আপত্তিও জানিয়েছে অনেক ব্যাপারে সবকিছু শুনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিততে প্রত্যেককে আশ্বস্ত করেছেন নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ।