চিকিৎসার জন্যে চেন্নাই গিয়েছিল উদয়পুরের বাসিন্দা চঞ্চল মজুমদার ও তার স্ত্রী এবং আরো এক পরিবার । সেখান থেকে ফেরার টিকিট না পাওয়ায় গত ১৫ তারিখ দুপুর ২টা নাগাদ চঞ্চল মজুমদারের পরিবার ও আরো এক পরিবার মিলে চেন্নাই থেকে রওনা হয় আগরতলার উদ্দেশ্যে । অবশেষে ১৯ তারিখ রাত ১১টাই আগরতলা এসে পৌঁছায় চেনাই থেকে ২ পরিবারকে নিয়ে আসা এম্বুলেন্সটি। রাজধানীর বনমালিপুরস্থিত পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার উদ্দেশ্যে যখন এম্বুলেন্সটি দাঁড়ায় তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবারের একজন জানায় লক ডাউনের ফলে ফেরার টিকিট পাইনি এরা, তাই উপায় না পেয়ে ২ পরিবার মিলে ১ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায় করে এম্বুলেন্সে করে আগরতলা চলে আসে ।