Site icon janatar kalam

ডুবে যাওয়া নৌকাকে তীরে আনতে ব্যস্ত সুদীপ! বিশেষ প্রতিবেদন, বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা দেশের সাথে আমাদের রাজ্য ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তারপর নির্বাচনে নিজেদের জাত চেনাতে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলো, বলা চলে বিরোধীদের চাইতে শাসক দল অনেকটাই এগিয়ে। অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন নির্ভেজাল, জঞ্জালমুক্ত, সুষ্ঠুভাবে নির্বাচন করার দাবি রাখেন। তাছাড়া এদিন তিনি আরো দাবি রাখেন নির্বাচনের সময় যদি কোন অঘটন ঘটনা ঘটে, তাহলে সেই ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ানোর এবং নির্বাচন প্রক্রিয়া যেন সামরিক বাহিনীর উপস্থিতিতে সম্পন্ন করা হয়। আমরা জানি রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি বিধানসভা কেন্দ্র হল সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া আশীষ সাহা এবং সুদীপ রায় বর্মনের। বিজেপি ছেড়ে এই দুই মহান নেতা বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কংগ্রেসকে ক্ষমতার মসনদে বসানোর লক্ষ্য নিয়ে ঝাপ দিয়েছিলেন কংগ্রেসে। কিন্তু বর্তমানে কংগ্রেস দলের যে পরিস্থিতি তাতে কিভাবে কংগ্রেস দলের দুই নেতা আশিষ রায় এবং সুদীপ রায় বর্মন দাবি রাখছেন নির্বাচনে জয়ী হওয়ার? যদিও রাজ্য বাসীরা অবগত রয়েছেন 25 বছরের বাম অপশাসন থেকে মুক্তি দিয়েছে শাসক বিজেপি, যে দলের অংশিদার ছিলেন সুদীপ রায় বর্মন এবং আশিফ সাহা কিন্তু বর্তমানে বিজেপি ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দিয়ে বিগত দিনে রাজ্যের মানুষের মনের যে প্রবাদ “কংগ্রেস সিপিএম ভাই ভাই” এই প্রবাদকে সত্যের রূপ দিয়েছেন, কেননা তিনি কংগ্রেসের যোগ দেওয়ার পর পরই বিজেপির বিরুদ্ধে সকল বিরোধী দলগুলিকে একজোট হয়ে কাজ করার আহব্বান রেখেছিলেন। বলাবাহুল্য রাজ্য রাজনীতিতে বর্তমানে শাসকদল বিজেপি তৃণমূল স্তর থেকে পুনরায় জনতার দরজায় দরজায় ঘুরে বেরিয়ে গণদেবতা দের সুবিধা ও অসুবিধা সম্পর্কে অবগত হচ্ছেন, কিন্তু সেই জায়গায় বিরোধী দলগুলোর অবস্থান শূন্য। সুতরাং অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচনে সুষ্ঠ নির্বাচন হলেও কতটুকু আশানুরূপ ফলাফল করতে পারে বিরোধী কংগ্রেস সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version