জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ কাকড়াবন শালগড়া মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন। এদিনের সন্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন এক দেশ, এক মানসিকতা, এক লিডার। মোদীজিই হলেন এই যশস্বী বিকাশ পুরুষ। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠায় পৃষ্ঠা প্রমুখদের অবদান ছিল অগ্রণী l ব্যক্তি স্বার্থ নগন্য করে, পরের কল্যাণে আজও নিবেদিত প্রাণ এই দেবতুল্য পৃষ্ঠাপ্রমুখগন l অন্যায়ের সাথে আপোষহীন দৃঢ়তা নিয়ে সবার কল্যাণ সাধনই আমাদের লক্ষ্য l রাজ্যের সার্বিক বিকাশের গতিকে অব্যাহত রাখতে, আরও অধিক জন আস্থা নিয়ে, ২৩-এ পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার জন্য রাজ্যবাসী প্রস্তুত হচ্ছেন l তাছাড়া এদিন তিনি আরো বলেন পৃষ্ঠাপ্রমূখরা হচ্ছে ২০১৮ সালে রাজ্যের ঐতিহাসিক পরিবর্তনের মূল কান্ডারি। আজ কাকড়াবনে পৃষ্ঠাপ্রমূখদের সম্মেলনে দলের নিষ্ঠাবান পৃষ্ঠাপ্রমূখদের মাঝে যেতে পেরে আমি আপ্লুত। আগামীদিনেও রাজ্যে দ্বিগুন শক্তি নিয়ে পুনরায় বিজেপি সরকার আনতে এই পৃষ্ঠাপ্রমূখ ভাই-বোনদের ভূমিকাই থাকবে অগ্রনী। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।