জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আধুনিক ভারতের রূপকার ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। এবছর ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর ৩২তম মৃত্যু মৃত্যুবার্ষিকীতে রাজ্যে হয় বিভিন্ন কর্মসূচি শনিবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে হয় শ্রদ্ধা জ্ঞাপন। সেখানে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মণ, যুব কংগ্রেস পতাকা উত্তোলন করেন যুব কংগ্রেস সহসভাপতি মহঃ সাহাজান ইসলাম, এন.এস.ইউ.আই পতাকা উত্তোলন করেন সহসভাপতি অন্তরিপ সহ অন্যান্যরা। এদিন দিনটিকে কেন্দ্র করে কংগ্রেস ভবনে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন ,প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, সদর জেলা সভাপতি সহ অন্যান্যরা। রক্তদান শিবির নিয়ে কথা বলতে গিয়ে সুদীপ রায় বর্মন এদিন সকলের কাছে আবেদন রাখেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে সকলকে এগিয়ে আসার। রক্ত স্বল্পতা ব্লাড ব্যাংকগুলোতে রয়েছে। এতে চিকিৎসা পরিষেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। তাই সকলে এগিয়ে এসে রুটিনমাফিক রক্তদান শিবিরে অংশগ্রহণ করার আবেদন জানান তিনি।