জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার কমলপুরে পিএম কিষান ও পিএম আবাস যোজনার সুবিধাভোগী সহ সাধারণ নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ল এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন পরিশ্রমী অন্নদাতাদের হাতে রাজ্যে অনুকূল পরিবেশে ফসলের উৎপাদনের জন্য ত্রিপুরা সর্বত্র পরিচিতি পেয়েছে l কমলপুরের লেবু, আনারস, কাঁঠাল, বাঁশের বোতল সহ অন্যান্য দীর্ঘ উপেক্ষিত বিপুল সম্ভাবনাময় পণ্য সরকারের সঠিক ব্যবস্থাপনায় আজ দুবাই, লন্ডন জার্মানি সহ আন্তর্জাতিক বাজারগুলিতে চাহিদা কুড়িয়েছে l বিগত দিনে, কৃষক সহ সাধারণ মানুষকে আন্দোলনের নামে ক্ষেপিয়ে, বিভ্রান্ত করে, সর্বাঙ্গীন বিকাশ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল l কিন্তু বর্তমানে, প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের নিরিখে সাফল্য প্রতিফলিত l তাছাড়া এদিন তিনি আরো বলেন রাজ্যের সর্বাঙ্গীন বিকাশের গতিকে অব্যাহত রাখতে ” ২৩-এ আবার, বিজেপি সরকার ” l
বর্তমানে কেন্দ্র-রাজ্য গুচ্ছ প্রকল্পের সহায়তায় আর্থ সামাজিক জীবনমান বিকাশের পাশাপাশি অন্নদাতাদের রোজগার প্রায় দ্বিগুনের কাছাকাছি l কৃষক কল্যাণের দোহাই দিয়ে, সার্বিক বিকাশে ব্যর্থ বিগত সরকার l ন্যায্যমূল্যের দোকানে, অত্যাবশ্যকীয় অধিকাংশ সামগ্রী বর্তমানে উপলব্ধ l প্রতি বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য ইতিমধ্যেই ৫৩ শতাংশের অধিক সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।