জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- অবশেষে অনেক আন্দোলনের পর ২০২১ সালের টেট উত্তীর্ণরা হাতে পেল শংসাপত্র। শুক্রবার সকাল থেকে তাদেরকে শংসাপত্র দেওয়া শুরু করে দপ্তর । আগেই জানানো হয়েছিল আজ থেকে শংসাপত্র দেওয়া হবে, তাই টেট উত্তীর্ণরা শংসাপত্র নিতে ভিড় জমায়। শংসাপত্র পেয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তাদের দাবি অতিসত্বর সবাইকে একসঙ্গে নিয়োগ যেন করে সরকার। পাশাপাশি আরো আলেন জেনারেল সিটের সংখ্যা টা কম তাই সরকার যেন এই বিষয় এর দিকে খেয়াল রাখেন। বিগত অনেক মাস পর শংসাপত্র পেয়ে টেট উত্তীর্ণরা এখন নিয়োগের দিকে তাকিয়ে আছেন। এখন দেখার বিষয় রাজ্য সরকার তাদের দাবি গুলো কতটুকু গুরুত্ব দিয়ে দেখেন।