Site icon janatar kalam

বাইক দুর্ঘটনায় নিহত এক চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার বাইক দুর্ঘটনায় মারা গেল এক চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক। নাম জয়নাল হক নামে। ঘটনা বিশালগড় থানাধীন দূর্গনগর বাজার এলাকায়। জানা যায় বিশালগড় গোপীনগর এলাকার বাসিন্দা চাকুরিচ্যুত ১০৩২৩ এর শিক্ষক জয়নাল হক তার বাইকে করে দূর্গানগর চেলিখলা এলাকায় যাচ্ছিল অপরদিকে থেকে বিশালগড়ের দিকে বাইকে করে আসছিল এরশাদ মিয়া । দূর্গানগর বাজার সংলগ্ন এলাকায় আসতেই উভয় বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে দুজনেই ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাপানিয়া হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় এম্বুলেন্সের মধ্যেই মৃত্যুর কুলে ঢলে পড়েন চাকুরিচ্যুত ১০৩২৩ এর শিক্ষক জয়নাল হক। ঘটনা ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে । মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

Exit mobile version