Site icon janatar kalam

দেশের পাশাপাশি দেশের জনগনের স্বার্থে এগিয়ে এলো আসাম রাইফেল

নানা সময়ে আসাম রাইফেল এর উদ্যোগে গরিবদের উদ্যেশে নানা কর্মসূচি নিতে দেখা যায়। জানা যায় ২১বেটেলিয়ন আসাম রাইফেল আগরতলা শাখার উদ্যোগে অণ্বেষা অনাথ আশ্রমের শিশুদের এবং শ্রী মা রুটি ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে রেশন সামগ্রী ও মাস্ক প্রদান করা হয়। আসাম রাইফেলস এরকম কর্মসূচি মানুষের স্বার্থে জারি থাকবে বলে ধারণা অভিজ্ঞ মহলের।

Exit mobile version