জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার ২৪তম টেরেসা ডায়াগনোস্টিক সেন্টারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অন্যান্যরা। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রক্তদান একটি মহৎ দান, কেননা যে কোন মানুষ কোন শুভ কাজ শুরু করেন দানের মধ্য দিয়ে সেটা হোক বস্ত্রদান, জলদান কিংবা রক্তদান। তাছাড়া বিভিন্ন সংস্থা, সংগঠন, ক্লাব সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এই মহান রক্তদান কে বেশি প্রাধান্য দেয়। তাছাড়া ব্যাক্তি বিশেষ অনুষ্ঠান যেমন বিবাহ বার্ষিকী, অন্নপ্রাশন, শ্রাদ্ধানুষ্ঠান, এসব দিনগুলিকে স্মরণীয় করে রাখার ক্ষেত্রে রক্তদানের আয়োজন করে থাকেন অনেকে। আমাদের রাজ্যে প্রতিদিন 48 ইউনিট রক্তের দরকার, কেননা আমাদের রাজ্যে প্রতিদিন ক্যান্সার, এনিমিয়া, থ্যালাসেমিয়া এবং এক্সিডেন্টের রোগীর সংখ্যা বেশি তাদেরকে রক্ত দিতে গেলে যে পরিমাণ রক্তের দরকার সেই পরিমান রক্ত আমাদের নেই। সুতরাং সেই শূন্যতা যেন পূরণ করা যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের সকল শ্রেণীর মানুষের কাছে রক্তদানে এগিয়ে আসার জন্য আহব্বান রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের রক্তদান শিবির কে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।