Site icon janatar kalam

মানব কল্যাণে কিছু করতে পারলেই জীবনে স্বার্থকতা আসে, সেটাকে পাথেয় করে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্তদান করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার জিরানীয়ার অগ্নিবীণা হলঘরে জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন মানব কল্যাণে কিছু করতে পারলেই জীবনে স্বার্থকতা আসে। মানব ধর্ম যথাযথভাবে পালন করতে পারলেই মানব কল্যাণের মধ্য দিয়েই মানব ধর্ম পালন করা যায়। মানব ধর্ম যথাযথভাবে পালন করতে পারলেই সমাজ সুন্দর হয়। পাশাপাশি সেখানে উপস্থিত রক্তদাতাদের তাদের সেবামূলক মানসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে উৎসাহ প্রদান করেন মন্ত্রী। জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন,জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস,জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য,মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস,জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ,বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Exit mobile version