জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : আইজিএম হাসপাতালে নবনির্মিত বিল্ডিং নির্মাণ হওয়ার পর থেকে সেখানে অর্থোপেডিক,আই, প্যাথলজি ঐ সমস্ত ওয়ার্ড গুলিকে ভাগ করে সেখানে চিকিৎসা করানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু করোনা চলাকালীন সময়ে রাতারাতি সেই বিল্ডিংয়ে ডেডিকেটেড কোভিড কেয়ার হাসপাতাল করা হয়। কোভিড এর চতুর্থ ঢেউ সেইরকম মরণ দায়ী নাও হতে পারে তাই ডেডিকেটেড আইজিএম কোভিড কেয়ার হাসপাতাল এখন থেকে অর্থোপেডিক,আই, প্যাথলজিও অন্যান্য ওয়ার্ড গুলিকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে। শুক্রবার আইজিএম হাসপাতালে নবনির্মিত বিল্ডিং পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ দিলীপ দাস ,সাথে ছিলেন আইজিএম হাসপাতালে সুপার সহ হাসপাতালে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আইজিএম হাসপাতালে রোগীদেরকে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া এবং সব ধরনের জিনিসপত্র থাকা সত্ত্বেও ওয়ার্ডগুলো খোলা হচ্ছে না তাই অতিসত্বর ওয়ার্ড গুলিকে খুলে রোগীদের সুস্থ পরিষেবা দেওয়ার জন্য এ সিদ্ধান্ত বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর দিলীপ দাস।