জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কনফারেন্স হলে সেন্ট্রাল জোনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জল বোর্ড এবং আগরতলা পৌর নিগমের যৌথ উদ্যোগে আগরতলা শহরবাসীকে কিভাবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া যায় সেই বিষয় নিয়ে এই বৈঠক। বিগত অনেক বছর ধরে আগরতলার জলস্তর অনেকটা নিচে নেমে গিয়েছে যার কারণে পৌরনিগম এলাকায় জলের চরম দুর্ভোগে দেখা দিয়েছে এই বিষয় নিয়ে বহি রাজ্য থেকে বিশেষজ্ঞরা এসে তা পরীক্ষা-নিরীক্ষা করেও গিয়েছেন কিন্তু জলস্তর আর নিচের দিকে নেমে চলেছে। পুরো নিগাম বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন যাতে করে বিশুদ্ধ পানীয় জলের পাশাপাশি জনগণ পানীয় জলের অভাবে দুর্ভোগ পোহাতে না হয়। পুরো নিগাম নির্বাচনের আগে পৌরনিগম এলাকার জনগণকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই প্রতিশ্রুতি রক্ষা করতে এবার পৌরনিগম বিশুদ্ধ পানীয় জলের জন্য গুরুত্বপূর্ণ বৈঠক করে নিলেন এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন। এই দিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্পোরেটর সহ কমিশনার শৈলেশ কুমার যাদব।