Site icon janatar kalam

অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থ সামাজিক জীবনমান বিকাশে অঙ্গীকারবদ্ধ ভাবে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ জিরানিয়া অগ্নিবিনা হলে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । এদিন মুখ্যমন্ত্রী সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন নাগরিক প্রত্যাশার প্রতি যথার্থ সম্মাননা স্বরূপ, অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থ সামাজিক জীবনমান বিকাশে অঙ্গীকারবদ্ধ ভাবে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে l বিগত দিনের অভিজ্ঞতার স্মৃতিচারনা থেকে বর্তমানে বাস্তবিক বিকাশের অবস্থানগত দিক মূল্যায়ন আবশ্যক l মোদীজির আন্তরিক দৃষ্টি ও রাজ্যের গুচ্ছ প্রকল্পের ফলে, ত্রিপুরার সার্বিক বিকাশে গতি সঞ্চারিত হয়েছে বলে। তাছাড়া এদিন তিনি আরো বলেন, অপ্রতিরুদ্ধ এক অনুপ্রেরনার নাম আশিতিপর জীবনবালা চক্রবর্তী l বয়সের নেই বালাই, দৃঢ়রার সাথে উচ্চ শিরে পরাস্ত করেছেন চলার পথের প্রতিটি রূঢ় প্রতিবন্ধকতাকে l জীবনযুদ্ধে সর্বদা অপরাজেয় এই বীরাঙ্গনা, একমাত্র সন্তানের আকস্মিক প্রয়াণের পর, সামাজিক ভাতা ও মাপকাঠি অনুসারে প্রাপ্ত অন্যান্য প্রকল্পের সুফলের পাশাপাশি, কাপড় ফেরি করা উপার্জনে, নাতি নাতনির মুখে হাসি ধরে রেখেছেন l চ্যালেঞ্জ ও প্রতিকুলতাকে জয় করে অগ্রগামীতাই যে জীবন, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রানবন্ত প্রবীনা বলে অভিমত ব্যক্ত করেন এবং এই মাতৃ শক্তিকে কুর্নিশ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব l

Exit mobile version