Site icon janatar kalam

পুলিশি তদন্তে অসন্তোষ কৃপেশ দেবের পরিবার , সুষ্ঠ তদন্তের দাবি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- অবসরপ্রাপ্ত ফায়ারম্যান কৃপেশ দেব হত্যা মামলায় পুলিশি তদন্তে অসন্তোষ মৃতের পরিবার। সুষ্ঠ তদন্তের দাবিও পরিবার পরিজনদের পক্ষ থেকে। জানা যায় গত 26 এপ্রিল বাধারঘাট শ্রীপল্লি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত দমকলকর্মী কৃপেশ দেবকে ফোন করে ডেকে নিয়ে যায় , দপ্তরে কর্মরত আপন বর্মন নামে এক ব্যক্তি । অভিযোগ এরপর থেকেই কোনো হদিস মিলছিল না কৃপেশ দেবের। পরিবারের তরফে আমতলী থানায় মিসিং ডায়েরি করা হয়। এদিকে কলমচৌড়া থানা এলাকায় উদ্ধার হওয়া একটি মৃতদেহ কৃপেশ দেবের পরিবারের লোকজন সনাক্ত করেন ।পুলিশ মামলা নিয়ে তদন্তে নামে এবং ঘটনায় মূল অভিযুক্ত আপন বর্মনকে গ্রেপ্তার করে। সঙ্গে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত অভিযুক্তকে পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এদিকে মৃতের পরিবারের তরফে মঙ্গলবার আই জি আইন-শৃঙ্খলার সঙ্গে দেখা করেন। তাঁরা পুলিশ সদর দপ্তরে এসে সাক্ষাৎ করেন। মৃতের পরিবারের লোকজন পুলিশি তদন্তে সন্তুষ্ট নন ।তারা জানান এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ড্রাম সহ অন্যান্য জিনিস এখনো উদ্ধার হয়নি ।তাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে তারা দেখা করেন।

Exit mobile version