জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা হোলসেল গ্লোসারি মার্চেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে সাংসদ ডাক্তার মানিক সাহা কে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আগরতলার বান্যিজ্য ভবনে। এই দিনের সংবর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটের রত্না দত্ত, ৮ নং বড়দোয়ালী মন্ডল সভাপতি সঞ্জয় রায়,ত্রিপুরা হোলসেল গ্লোসারি মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি ও সম্পাদক সহ অন্যান্যরা। এই দিন রাজ্যসভার সাংসদ ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যসভার সাংসদ হবে তিনি স্বপ্নেও ভাবতে পারেনি, তিনি ভারতীয় জনতা পার্টি তে ২০১৬ সালে যোগ দিয়ে কাজ করে চলছেন আস্তে আস্তে দল তাকে এই জায়গায় এনেছেন। এখন জনসাধারণের জন্য কাজ করাই হল মূল লক্ষ। পাশাপাশি তিনি ত্রিপুরা হোলসেল গ্লোসারিমার্চেন্ট এসোসিয়েশন কাজের অগ্রগতি যেভাবে বেড়েছে তার প্রেক্ষাপট তুলে ধরেন।