জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বাজারে অগ্নিমূল্য শাক-সবজির দাম। কিন্তু তার থেকেও চাপ বাড়াচ্ছে রান্নার গ্যাসের দাম। গৃহস্থের হেঁশেলে আগুন ধরিয়ে আজ, ফের একবার বেড়েছে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। তবে গ্যাসের এই মূল্যবৃদ্ধি নতুন কিছু নয়। বিগত দুই বছরের পরিসংখ্যানে নজর রাখলেই দেখা যাবে কমপক্ষে ১৫ থেকে ২০ বার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে দেশের প্রায় ৭০ শতাংশ গৃহস্থ বাড়িতেই রান্নার জন্য এলপিজি সিলিন্ডারের উপর ভরসা করা হয়, সেখানে এই ক্রমাগত মূল্যবৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক। কিন্তু গ্যাসের দাম বাড়ছে কেন? শুধু এই প্রশ্নই বারবার উঠে আসছে সাধারণ মানুষের মনে। সদুত্তর মিলছে না তেমন। কত টাকা দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের? যদি ২০২০ সালের নভেম্বর মাস থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির হিসাব করা হয়, তবে দেখা যাবে বিগত দুই বছরে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪০৫ টাকা বেড়েছে। অর্থাৎ দুই বছরেই ৬০ শতাংশ দাম বৃদ্ধি হয়েছে।তার পরিপেক্ষিতে জনসাধারণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারনে দাম বেড়েছে বলে।