Site icon janatar kalam

নিজেদের অধিকার আদায়ে, সবার সজাগ দৃষ্টি থাকা আবশ্যক- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার মহিলা ক্ষমতায়নে গৃহীত পদক্ষেপের জন্য ৭ রামনগর মন্ডলের উদ্যোগে ধন্যবাদ সমাবেশের আয়োজন করা হয়। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন মহিলাদের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা, আক্ষরিক ক্ষমতায়ন ও সামাজিক অংশীদারিত্ব সুনিশ্চিতিকরণের দ্বারা আত্মসম্মান প্রতিষ্ঠাই আমাদের অন্যতম অগ্রাধিকার l অধিকার প্রাপ্তির অজুহাতে বিগত দিনে মহিলাদের মিছিল বা আন্দোলনের নামে ব্যাস্ত রেখে প্রকৃত নারী ক্ষমতায়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল l কিন্ত বর্তমানে আনীত, গুচ্ছ পরিকল্পনার সহায়তায় নারী শক্তির যথার্থ উন্মেষের ফলে আত্ম বিশ্বাস তৈরী হয়েছে l আন্দোলনে নয়, মহিলাদের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ দ্বারা, যা বর্তমানে রাজ্যে প্রতিফলিত l তবে নিজেদের অধিকার আদায়ে, সবার সজাগ দৃষ্টি থাকা আবশ্যক বলে অভিমত ব্যক্ত করেন l এদিনের সমাবেশে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version