Site icon janatar kalam

ত্রিপুরায় করোনায় মৃতের তথ্য প্রকাশের দাবী কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর কংগ্রেস। কেননা বেড়েই চলেছে পেট্রোল- ডিজেল- রান্নার গ্যাসের দাম। এর সঙ্গে বাড়ছে অন্যান্য জিনিসের দামও । এতে নাভিশ্বাস উঠছে আমজনতার। রবিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা জারিথা তথ্য তুলে ধরেন কিভাবে জ্বালানীর দাম বাড়ছে। তিনি কেন্দ্রের মোদী সরকারের সমালোচনায় মুখর হন। তার অভিযোগ দিন কে দিন মূল্যবৃদ্ধি ঘটেই চলেছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা গেছে ভারতে ৪ লাখ ৮০ হাজার নয়, করোনায় দেশে ৪৭ লাখ লোক মারা গেছেন। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা নিয়ে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট উল্লেখ করে তিনি সংশয় প্রকাশ করে বলেন ত্রিপুরার ক্ষেত্রে এখনও আমরা অন্ধকারে আছি। তিনি সরকারের কাছে দাবি জানান, ত্রিপুরায় করোনায় কত জন আক্রান্ত , মৃত্যু কতজনের হয়েছে এবং ঘোষণা মতো মৃতদের কত পরিবার ১০ লাখ টাকা পেয়েছে তা জানানোর।

Exit mobile version