জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ বিশ্ব রেডক্রস দিবস, তারই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলা রেডক্রস সোসাইটি ভবনে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডক্টর মানিক সাহা। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে রেড ক্রস সোসাইটি যেসব কর্ম যজ্ঞের আয়োজন করে থাকেন তার ভূয়শী প্রশংসা করেন এবং আগামী দিনে সোসাইটি জনগণের স্বার্থে কি ধরনের পরিষেবা নিয়ে আসতে পারেন তা নিয়ে আলোচনা সভার আয়োজন বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা শাখার সদস্য সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।