Site icon janatar kalam

এবার গ্রামে নয় জলের সমস্যায় ভুগছেন শহরবাসী

লক ডাউনের ফলে জল সংকটে মুখ থুবড়ে পড়েছে শহরাঞ্চলের মানুষ। জানা যায় রাজধানীর জিবি ৭৯টিলা হেলথ কোয়াটারের বাসিন্দারা ভীষণ জল সংকটে ভুগছেন। তারা জানান লক ডাউন শুরু থেকে আজ পর্যন্ত জলের সমস্যায় ভুগছেন। তবে পানীয় জলের ট্যাঙ্কার দিয়ে জল দেওয়া হলেও জল দেওয়ার নির্দিষ্ট টাইম না থাকায় অসুভিধায় পড়তে হচ্ছে হেলথ কোয়াটার এলাকার বাসিন্দারার।তাছাড়া ট্যাংকারের জল তুললেও ঘরে নিয়ে গেলে দেখা যায় জলটি খাওয়ার উপযুক্ত নয়। এই ঘটনার ফলে তীব্র ক্ষোভ বিরাজ করছে কোয়াটারের বাসিন্দাদের মধ্যে।

Exit mobile version