Site icon janatar kalam

কল্যাণপুরে সিপিআইএম দলে ধস নামল

জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধিঃ- কল্যাণপুরের সি পি আই এম দলে এ ভাঙ্গন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের উত্তর কমলনগর পঞ্চায়েত এর ৪৫ নাম্বার বুথে বিজেপির দলের উদ্যোগে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ৭ পরিবারের ১৭ জন ভোটার সি পি আই এম দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরন করে নেন খোয়াই জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা সহ স্থানীয় নেতৃত্বরা। বিধায়ক তার বক্তব্যে বলেন শুধু সময়ের অপেক্ষা বিরোধী দলের জামানত জব্দ হবে। কেননা মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছেন। গোটা ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে কোথাও না কোথাও সভার মধ্য দিয়ে বিরোধী শিবির ছেড়ে বিজেপির পতাকা তলে সামিল হচ্ছেন। গত বিধানসভা নির্বাচনের পর থেকেই এই ধারা অব্যাহত রয়েছে। এলাকার উন্নয়নের প্রশ্নে মানুষ সামিল হচ্ছেন।সভায় বেশ লোক জমায়েত হয়।

Exit mobile version