জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত কিছুদিন পূর্বে রাজধানীত মিটার অটো চালু করা হয়েছে যার ফলে নিত্যদিনের যাত্রীদের ব্যাপক সুবিধা হয়। কিন্তু যাত্রীদের এই সুবিধা যেন অটোচালকদের আঁতে ঘা লেগেছে, তাই বৃহস্পতিবার অটোরিক্সায় মিটার লাগানো নিয়ে আরও দুই মাস সময় চাইলেন ত্রিপুরা অটোরিক্স শ্রমিক সংঘের মজদুর মনিটরিং সেল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান শ্রমিক নেতা বিপ্লব কর। অটো শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে পরিবহণমন্ত্রীর সঙ্গে বুধবার দেখা করেন মজদুর মনিটরিং সেলের এক প্রতিনিধি দল। মন্ত্রীর সঙ্গে বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। বৃহস্পতিবার আর এম এস চৌমুহনী অটো স্ট্যান্ডে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শ্রমিক নেতা বিপ্লব কর। তাদের দাবির মধ্যে রয়েছে অটো শ্রমিকদের ফিটনেস ফাইন মকুবের। মন্ত্রী আশ্বাস দিয়েছেন মন্ত্রিসভায় আলোচনা করে এক কালীন মকুব করা যায় কিনা দেখবেন। এছাড়া তাদের দাবি রয়েছে অটোরিক্সা পারমিট পুনঃনবীকরণ করতে গেলে প্রফেশন্যাল ট্যাক্স কমানোর জন্য বিষয়টি বিবেচনা করা, মোটর শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার সোসাইটি গঠন করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় মন্ত্রীর কাছে। অটো রিক্সায় মিটার লাগানো নিয়ে পরিবহণ মন্ত্রীর কাছে আরও দুই মাস সময় চাওয়া হয়েছে সেলের তরফে। এনিয়ে মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন সময় দেওয়া হবে তবে কত দিনের তা আলোচনা করে জানানো হবে।