জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়। তাই মঙ্গলবার এদিনটিকে কেন্দ্র করে রাজধানীর বনমালীপুর রাম ঠাকুর আশ্রমে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন আশ্রমের কর্মকর্তা সহ ভক্তজনেরা। এদিন সংবাদমাধ্যমকে এক ভক্ত জানান এই অক্ষয় তৃতীয়ার দিন প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্রের 73 তম তিরোধান দিবস এই তিরোধান উৎসব এই প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এবং অক্ষয় তৃতীয়ার মহাত্ত বিশ্লেষণ এবং নারায়ণ সেবার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হবে বলে জানান। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়।