জনতার কলম ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- নদীতে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে মৃত ১৬ বছর বয়সি এক মাধ্যমিক পড়ুয়া ছাত্রের।মৃত ছাত্র নাম কৌশিক দেব রায়। পিতা কানাই দেবরায়। বাড়ি নেতাজি নগর এলাকায়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর স্থিত খোয়াই নদীতে সোমবার দুপুর আনুমানিক প্রায় ১টা নাগাদ। পরে পরিবারের লোকজনরা ঘটনাটি প্রত্যক্ষ করে খোয়াই নদী থেকে মৃত ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ১৬ বছর বয়সি ছাত্র কৌশিক দেব রায়কে মৃত বলে ঘোষণা দেন। পরে মৃত ছাত্রের পরিবারের লোকজনরা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পড়ে। বর্তমানে মৃত ছাত্রের মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়। জানা যায়, মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের মৃতদেহ পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা নেতাজি নগর এলাকায় সুখের ছায়া নেমে আসে।