জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য সরকার অটো যাত্রীদের কথা মাথায় রেখে মিটার অটো চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। কারণ দীর্ঘদিন ধরে অটো চালকদের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ উঠেছিল। সেই মোতাবেক আগরতলা পুর নিগম এলাকার সকল যাত্রীবাহী অটোতে মিটার লাগানো বাধ্যতা মূলক করা হয়েছে। মিটার ছাড়া কোন যাত্রীবাহী অটো যেন আগরতলা পুর নিগম এলাকায় চলাচল করতে না পরে তা সুনিশ্চিত করতে এইদিন রাজধানীর বটতলা এলাকায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকরা। এইদিন যে সকল যাত্রীবাহী অটোতে মিটার লাগানো হয়েছে কিন্তু তা ব্যবহার করা হচ্ছে না, সেই সকল অটো চালকদের জরিমানা করা হয়। পাশাপাশি যে সকল অটোতে এখনো মিটার লাগানো হয়নি সেই সকল অটো চালকদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকরা। পরিবহন দপ্তরের ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনার বিধান চন্দ্র রায় এক সাক্ষাৎকারে জানান আগরতলা শহরের প্রতিটি যাত্রীবাহী অটোতে মিটার সুনিশ্চিত করার লক্ষ্যে এইদিন অভিযান চালানো হচ্ছে। যারা মিটার লাগানো সত্ত্বেও ব্যবহার করছে না তাদের এইদিন জরিমানা করা হচ্ছে। পাশাপাশি যারা এখনো মিটার লাগায়নি তাদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হচ্ছে। তিনি আরও জানান অটোতে মিটার ব্যবহার করা নিয়ে এখনো কিছু অটো চালক ও যাত্রীর মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তাই সহসাই এই বিষয়ে প্রচার করা হবে।