জনতার কলম প্রতিনিধিঃ- শনিবার মাননীয় প্রধানমন্ত্রীজির পৌরহিত্যে দিল্লীতে আয়োজিত দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ও উচ্চ আদালতের প্রধান বিচারপতীদের নিয়ে আয়োজিত হয় সম্মেলন। এদিনের সন্মেলনে সমগ্র রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।বলা চলে যেখানে সংবিধানের দুই স্তম্ভ মিলিত হয়, এইরূপ সম্মেলন সুশাসন প্রতিষ্ঠায় ও নাগরিকদের সার্বিক উন্নয়নে প্রভাব বিস্তার করে, এবং এদিন সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এধরনের সন্মেলনের ভূয়শী প্রশংসা করেন ও তিনি বলেন যে সংবিধানের দুটি ধারার এই ধরনের সংমিশ্রণ সুশাসন এবং নাগরিকদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি বড় পদক্ষেপ।