Site icon janatar kalam

জরুরি ব্লকে চিকিৎসক সংকটের কথা স্বীকার করলেন ডাঃ দিলীপ দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জরুরী অবস্থায় 8 জন ডাক্তারের প্রয়োজন হলেও কোনও না কোনওভাবে ডাক্তারদের ম্যানেজ করে পরিষেবা চলছে। শনিবার আইজিএম হাসপাতালে মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ রাধা দেববর্মার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ দিলীপ দাস একথা বলেন।রোগীর জীবন বাঁচাতে এবং রোগীর স্বার্থে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। রোগীর পরিবার যখনই নিজেকে বাঁচানোর চেষ্টা করে তখনই চিকিৎসকদের আক্রমণের শিকার হতে হয়। তবে ডাক্তাররা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বলেছেন ডাঃ দিলীপ দাস, আইজিএম রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক। প্রতিটি স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক রোগীদের ভালোবাসায় তাদের দায়িত্ব পালন করলে সফলতা আসবে। 118 বছরের পুরনো আইজিএম হাসপাতালে জরুরি ব্লক না থাকায় সব জায়গায় গাড়ি পার্কিং করা যেত। সে সব সমস্যার সমাধান হয়েছে।
কিন্তু লিফট সমস্যার সমাধান করা যায়নি বলে জানান দিলীপ দাস। এ ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। আইজিএম হাসপাতালে ডাঃ রাধা দেববর্মাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version