Site icon janatar kalam

গড়িয়া উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার সন্ধ্যায় মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীণাপানি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বীণাপানি ক্লাবের সদস্যদের উদ্যোগে আয়োজিত হয় “গড়িয়া উৎসব-২০২২”। এদিন এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এ উপলক্ষে আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠানের উপভোগ করেন। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রতি বছরের মতো এ বছরও আমাদের ত্রিপুরা রাজ্যজুড়ে পালিত হচ্ছে আমাদের হিন্দু জনজাতি ভাই-বোনদের অন্যতম প্রধান উৎসব গড়িয়া পূজা৷ রাজ্যের সকল অংশের মানুষের মঙ্গল কামনা করে এবং জুমে অধিক ফসল ফলনের প্রার্থনা করা হয় গড়িয়া দেবতার কাছে৷ গড়িয়া দেবতাকে সন্তুষ্ট করতে যুগ যুগ ধরে ত্রিপুরার হিন্দু জনজাতিরা এই গড়িয়া পূজা ও উৎসবের আয়োজন করে আসছেন৷ এই পুজো আর উৎসব ত্রিপুরার জনজাতিদের হলেও এখন এটি রাজ্যের সকল অংশের মানুষের মধ্যে মিলনের সেতুবন্ধন রচনা করেছে৷ আমি “গড়িয়া উৎসব-২০২২” এর সার্বিক সফলতা কামনা করছি।
আমার বিশ্বাস ও প্রার্থনা গড়িয়া উৎসব রাজ্যের সব অংশের মানুষের জীবনে আনন্দ – উচ্ছাস , ভালবাসা , সুখ সমৃদ্ধি , সুস্থতা ও সাফল্য এনে দেবে।আজকের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য,মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস,জিরানীয়া ব্লকের বিডিও উৎপল চাকমা,বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, বড়জলা বীণাপানি গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দলাল দেববর্মা, বীণাপানি ক্লাবের সম্পাদক দিলীপ দেববর্মা॥

Exit mobile version