জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানী আগরতলার প্রধান হাসপাতাল জিবিতে সফলভাবে বাইপাস সার্জারির পর, এবার চক্ষু বিভাগের সফল অস্ত্রোপচার করে অনন্য নজির গড়ল রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবি। জানা যায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগে চোখের রোগীদের নিয়মিত বিভিন্ন অস্ত্রোপচার করা হচ্ছে । গত ২৩ মার্চ জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ফণী সরকারের নেতৃত্বে মেডিকেল টিম মোট ৬৬ জন চোখের রোগীর চোখের ছানির অস্ত্রোপচারসহ নানা সমস্যার অস্ত্রোপচার ইত্যাদি করেন প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের একের পরে এক সফলতা দেখে রাজ্যবাসীর মনে খুশির জোয়ার উঠেছে বিশেষ করে দরিদ্র শ্রেণি থেকে মধ্যবিত্ত অংশের লোকজনদের মধ্যে। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার দিকেও সরকার যে গুরুত্ব দিচ্ছে তা এই সফলতায় প্রকাশিত হয়েছে বলে অভিমত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।