জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, তাছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক সারিতা লাইফ্রাং সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন তিনি বলেন সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তা একটিও রক্ষা করেনি। শুধু দুর্নীতি আর হামলা হুজুতির মধ্যে নিমজ্জিত সরকার। তাই আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কেন্দ্র সরকারের পলিসি রাজ্যে বিজেপি সরকার গ্রহন করে চলেছে। ভারতের ২২ টি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত। হিন্দি ভাষা কি সরকারি ভাষা হিসেবে সরকার ঘোষণা করেছে। তবে সেসব ভাষাগুলি দেশের বিভিন্ন রাজ্যে ব্যবহার করা হয়। কিন্তু এখন হিন্দি ভাষা ত্রিপুরা রাজ্যের চাপিয়ে দেওয়ার জন্য একটা জোর প্রচেষ্টা চলছে। এতে করে বাংলা এবং ককবরক ভাষাকে উপেক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় প্রদেশ কংগ্রেস এবং দাবি জানানো হচ্ছে অফিস-আদালতে যেভাবে বাংলা, ককবরক ভাষার গুরুত্ব দেওয়া হচ্ছে সেভাবে আগামী দিনেও গুরুত্ব দিতে হবে। কারন এ ধরনের চক্রান্ত ত্রিপুরা রাজ্যে মানুষ মেনে নেবে না বলে জানান তিনি।