Site icon janatar kalam

নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শন করেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাউ সাহেব পাতিল ধনভি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার আগরতলা-আখাউড়া রেল পরিষেবা সম্প্রসারণের অগ্রগতি দেখতে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন এবং ট্র্যাক নির্মাণের স্থান পরিদর্শন করেছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব পাটিল ধনভি। তিনি নিশ্চিন্তপুরে রেলস্টেশন ও ট্র্যাক নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্ত, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জেএস লকার, রাজ্য পরিবহণ দফতরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন। পরে, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব পাটিল ধনভি বলেছেন যে তিনি আগরতলা-আখাউড়া রেল পরিষেবা সম্প্রসারণের অগ্রগতি পর্যালোচনা করেছেন। তিনি সীমান্তে গিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশ বর্ডার গার্ডের কর্মীরা কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন যে ভারত-বাংলাদেশ সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এই বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে রেল পরিষেবা শেষ হবে। এতে দুই দেশের মানুষের রেলে যাতায়াত সহজ হবে। ঢাকা থেকে আগরতলা হয়ে ১৮ ঘণ্টার মধ্যে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেন, এটি দেশের জন্য একটি ভালো প্রকল্প। মালবাহী গাড়ি ব্রডগেজ দিয়ে আসবে। অন্যদিকে যাত্রীবাহী ট্রেন মিটারগেজ দিয়ে চলবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। ডাবল ট্র্যাক নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব পাটিল ধনভি বলেছেন, ডাবল লাইনের জন্য সমীক্ষার কাজ শীঘ্রই শুরু হবে।

Exit mobile version