জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আগরতলার রবীন্দ্র ভবনের হল ঘরে ডক্টর বি আর আম্বেদকর এর ১৩২ তম জন্মজয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠান করা হয়। এই দিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস, উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক রেবতী দাস,পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌরনিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন ও ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাসসহ অন্যান অতিথিরা। ডঃ বি আর আম্বেদকর এর সাত দিনব্যাপী সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বলেন বিগত বছরগুলোর তুলনায় এবার বি আর আম্বেদকর এর জন্মদিনটি অন্য মাত্রায় পালন করা হয়েছে। সপ্তাহব্যাপী বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কর্মসূচি বিদ্যালয় ও কলেজগুলোর মধ্যে রাখা হয়েছে বলে উনার বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি দেশ ও সমাজ কে গড়ে তোলার জন্য এক চিন্তা ধারায় চলতে হবে, তাহলেই আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীতে দিশা দেখাতে পারবে। পাশাপাশি সমাজে কোনো উঁচু নিচু জাতি নেই সবাই ভারত মায়ের সন্তান বলে ওনার বক্তব্য তুলে ধরেন। পরিশেষে আর্ট গ্যালারিতে গিয়ে বি আর আম্বেদকর এর আঁকা ছবিগুলো প্রদর্শন করেন দপ্তরের মন্ত্রী সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা।