জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- মঙ্গলবার দুপুরে পাথারকান্দির তিনখালচাঁন্দখিরা এলাকার মধ্যবর্তী অসম ত্রিপুরা ৮ নং জাতিয় সড়কের ফাল্গুনী ইট ভাটার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিলেন্ডার বোজাই লরি দুৰ্ঘটনাগ্রস্থ হলে গুরতর আহত হন চালক।আহত চালকের নাম আব্দুল জব্বার।পিতার নাম আব্দুল বাছিত।বাড়ি বদরপুর থানাধীন উমরপুর গ্রামে। এএস ১১ সিসি ২২৫৪ নম্বরের লরিটি কাছাড়ের বড়খলা থেকে ডমেস্টিক গ্যাস সিলেন্ডার নিয়ে ত্ৰিপুরায় যাবার কথা ছিল।কিন্তু পথে পাল্টি খেয়ে গাড়িটি সড়কের পাশে গড়িয়ে পড়ে।এতে চালক আহত হবার পাশাপাশি লরিতে বোজাইকৃত গ্যাসভর্তি সিলেন্ডারগুলো পাশের জমিতে ছিটকে পড়ে।ভাগ্যিস দুর্ঘটনার সময়ে সিলেন্ডারগুলোতে কোন বিস্ফোরণ ঘটেনি।ঘটনার পর খবর পেয়ে পাথারকান্দি পুলিশের এএসআই রঞ্জিৎ সিনহা দলবল নিয়ে অকুস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে নিজের জিম্মায় নেন।ততক্ষণে আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেন।বর্তমানে পুলিশ দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে।