Site icon janatar kalam

রাজ্য সফরে আসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে চলেছেন। দেশের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদেরকে নির্দেশ দিয়েছেন রাজ্যে রাজ্যে গিয়ে সংখ্যালঘুদের যে সমস্ত অসুবিধাগুলো রয়ে গিয়েছে , সেই সমস্যাগুলো মিটিয়ে দেওয়া হয় ,তারা যাতে সব ধরনের সুযোগ-সুবিধা পেতে পারেন তার জন্য রাজ্যের সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কথা বলার জন্য। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার একদিনের সফরে রাজ্যে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে উনাকে স্বাগত জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়সহ রাজ্য বি জে পি অন্যান্য নেতৃত্বরা। এই দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান সংখ্যালঘুদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলি মিটিয়ে দেওয়ার যে দেশের প্রধানমন্ত্রীর নির্দেশ সেই নির্দেশ পালনের জন্য ও রাজ্যের সংখ্যালঘুদের সমস্যা নিরসনে ওনার রাজ্য সফরে আসা বলে জানান তিনি।

Exit mobile version