Site icon janatar kalam

সেন্ট্রাল জোনের দায়িত্বভার গ্রহণ করলেন রত্না দত্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার আনুষ্ঠানিকভাবে আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আগরতলা পুর নিগমের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত। এদিন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন সেন্ট্রাল জোনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রত্না দত্ত কে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন পুর নিগমের কাজ পরিচালনার সুবিধার্থে শহরের বিভিন্ন ওয়ার্ড কে চারটি জোনে বিভক্ত করা হয়েছে, তার মধ্যে একটি হলো সেন্ট্রাল জোন যার চেয়ারম্যান হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন শ্রীমতি রত্না দত্ত, এই কাজ পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে উনার দায়িত্বে সচল থাকবেন এবং জনসাধারণের স্বার্থে নিঃস্বার্থে কাজ পরিচালনা করে যাবেন বলে আশা ব্যক্ত করেন। এদিকে নতুন দায়িত্ব পেয়ে খুশি ব্যক্ত করলেন শ্রীমতি রত্না দত্ত, তিনি বলেন এতদিন কাউন্সিলর হিসেবে নিযুক্ত থাকলেও যোগ্য সম্মান কোনদিন পাইনি ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর প্রাপ্য সম্মান যথাযথভাবেই পেয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন এবং তার উপর ভরসা রেখে পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব থেকে শুরু করে মেয়র দীপক মজুমদার যে ভরসা দেখিয়েছেন তা তিনি যথাযথ মর্যাদায় অক্ষরে অক্ষরে পালন করবেন বলে জানিয়েছেন।

Exit mobile version