জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার আগরতলা প্রেস ক্লাবে নিফা ত্রিপুরা রাজ্য শাখার এক পূর্ণাঙ্গ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত বৈঠকে ২৩ সদস্য বিশিষ্ট নিফা পূর্ণ রাজ্য কমিটি গঠিত হয়। নবনিযুক্ত এই কমিটির সভাপতি নির্বাচিত হন শ্রী বিভুতি দেববর্মা , সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী সঞ্জয় সেন এবং সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী দীপক কুমার সিনহা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের এক কার্যকর্তা জানান নিফা বিগত চার বছর ধরে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। বিগত বছর গুলোতে নিফার উদ্যোগে ত্রিপুরা রাজ্যে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের সাংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছিল। বিগত দিনগুলির সাফল্যের নিরিখে নিফার উদ্যোগে আগামী ২৩ শে নভেম্বর থেকে ২৫ শে নভেম্বর ২০২২ ইং রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় সংস্কৃতি উৎসব । এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ জনের সাংস্কৃতিক দল ও প্রতিনিধি উপস্থিত থাকবেন। যেখানে পাঞ্চাবের ভাংরা নৃত্য , পশ্চিমবঙ্গে ছোঁ নৃত্য , আসামের বিহু নৃত্য সহ পার্শ্ববর্তী দেশের সাংস্কৃতিক দলও অংশ নেবেন । এছাড়াও এ সাংস্কৃতিক উৎসবের শুরুর আগে ২০২২ ইং আগষ্ট মাসের শেষের দিকে দেশের সাংস্কৃতিক জাগৃতি অভিযান বের করা হবে। এ অভিযানটি উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের বিভিন্ন এলাকা পরিক্রমা করবে বলে জানান। তাছাড়া এদিনের অনুষ্ঠানে নিফা ও বালা প্রজেক্টের উদ্যোগে কর্মরত মহিলা সাংবাদিকদের জন্য ঋতুকালীন পেড বিলি করা হয় । আজকের এ প্রেস মিটে উপস্থিত ছিলেন নিফার ফাউণ্ডার চেয়ারম্যান শ্রী প্রিতপালসিং পান্নু , জাতীয় স্তরের সভাপতি শ্রীঅনিমেষ দেবরায় সহ ত্রিপুরা রাজ্য কমিটির নবনিযুক্ত সভাপতি , সহসভাপতি , সচিব , কোষাধ্যক্ষসহ অনান্য সদস্যবৃন্দ ।