জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। পয়লা বৈশাখ আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। এই দিনটিকে কেন্দ্র করে রাজ্য মন্ত্রীসভার সদস্য শ্রী সুশান্ত চৌধুরি আজ নববর্ষের শুভেচ্ছা জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনে যান এবং ওনার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে নববর্ষের শুভেচ্ছা জানান। এদিন মুখ্যমন্ত্রী নতুন বছর যেন সবার জন্য সুখের সমাহার নিয়ে আসে তার কামনা করেন।