Site icon janatar kalam

বকেয়া বিল মিটিয়ে দেওয়ার দাবিতে ভুতুরিয়া বিদ্যুৎ নিগম ঘেরাও কনট্রাক্টরদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত চার বছর যাবৎ কাজ করে কাজের টাকা না পাওয়ায় সোমবার রাজধানীর ভূতরিয়া বিদ্যুৎ নিগম দপ্তর ঘেরাও করে কন্ট্রাকটররা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক কন্ট্রাক্টর জানান দফতরের অধিকর্তা বিল মিটিয়ে দেওয়া আশ্বাস দিলেও তা মেটাচ্ছে না। এদিন অতিক্ষুব্ধ হয়ে তিনি বলেন দপ্তর যদি বিল মেটাতে না পারে তাহলে বলে দিক আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টির গোচরে নিয়ে যাব ব্যাপারটিকে, কিন্তু দপ্তর বিল মেটাচ্ছে না আবার ছাড়ছে ও না। বিল মিটিয়ে দেওয়ার সম্পূর্ণ আশ্বাস পাওয়ার পরে ধার পাওনাদারদের কথা দেওয়া হয়েছে যে তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে কিন্তু এখন আমরা কি করবো বলে প্রশ্ন ছুড়ে দেন।

Exit mobile version