Site icon janatar kalam

৭ দফা দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডেপুটেশন প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের আহব্বানে ৭ দফা দাবি নিয়ে আগরতলার সিটি সেন্টারের সামনে থেকে এক সুবিশাল মিছিল করে পশ্চিম জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন খেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি ভানুলাল সাহা। এদিন ভানুলাল সাহা দাবিগুলো সম্পর্কে বলতে গিয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে মনরেগা এবং শহরের টুয়েপে ২০০ দিনের কাজের ব্যবস্থা করতে হবে এবং দৈনিক মজুরি ৬০০ টাকা করতে হবে, সামাজিক ভাতা ২০০০ টাকা দিতে হবে এবং সামাজিক ভাতার মধ্যে যারা বাদ পরেছে তাদেরকে পুনরায় ভাতার আওতায় আনতে হবে বলে জানান তিনি। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিত ছিল লক্ষণীয়।

Exit mobile version