Site icon janatar kalam

বি এম এস এর উদ্যোগে ট্রাফিক সুপারের নিকট ডেপুটেশন প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারতীয় মজদুর সংঘ আগরতলায় একটি মিছিল করেছে এবং আজ ট্রাফিক সুপারকে ডেপুটেশন দিয়েছে। ভারতীয় ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের পক্ষ থেকে ছয় দফা দাবিতে ট্রাফিক সুপারকে ডেপুটেশন দেওয়া হয়।তাদের দাবির মধ্যে রয়েছে ছোট ও বাণিজ্যিক যানবাহনের স্পট জরিমানা 500 টাকা থেকে কমিয়ে 100 থেকে 200 টাকা করা, জনসংখ্যার অনুপাতে গাড়ির পারমিট দেওয়া, টিআরটিসি বা পরিবহন বিভাগের যে কোনও জায়গা থেকে গাড়ির পারমিট ইস্যু করা। এছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে চালক বা সহ-চালক নির্দোষ প্রমাণিত হলে ওই চালককে থানা থেকে জামিন দেওয়ার দাবি জানান।

Exit mobile version