জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- অতি শীঘ্রই রাজ্যের উন্নয়নের মুকুটে জুড়তে চলেছে আরেকটি পালক। প্রতিভাবান শিল্পীদের তাদের প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে একটি প্লাটফর্ম দিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কলকাতা থেকে সত্যজিৎ রায় ফিল্ম ইন্ডাস্ট্রির ডাইরেক্টর এবং অন্যান্য আধিকারিকরা এসে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে পরিদর্শন করে গিয়েছেন রাজধানী নজরুল কলাক্ষেত্র। সেই সুবাদে বৃহস্পতিবার সচিবালয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব জী’র অফিস কক্ষে কলকাতা থেকে আগত সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের ডাইরেক্টর ইনচার্য সমীরণ দত্ত, রেজিস্ট্রারার শুশ্রুত শর্মা এবং ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্টের হেড অব দ্যা ডিপার্টমেন্ট প্রফেসর সুদীপ্ত ভৌমিক মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। এদিনের সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী ও। তাদের সাথে এই বিষয়ে আলোচনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিভাবান শিল্পীদের কথা মাথায় রেখে এই প্রকল্পকে বাস্তব রূপ দিতে কোন প্রকার দ্বিধাবোধ করবেন না বলে ধারণা করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন এবং রাজ্যের প্রতিভাবান ছাত্র-ছাত্রী কিংবা রাজ্যের মানুষের উন্নয়ন সাধনে সব সময় পাশে থেকেছেন, সুতরাং রাজ্যের শিল্পীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে মুখ্যমন্ত্রী এই প্রকল্পে সহমত পোষণ করবেন তা আর বলার অপেক্ষা রাখে না।