Site icon janatar kalam

রাজ্যে ৮টি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে- সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে ভারতমালা প্রকল্পে জাতীয় সড়কের ডিপিআর সম্পর্কিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সম্পর্কে অবহিত হন। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ভারতমালা প্রকল্পে রাজ্যে ৮টি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে। এরফলে আগামী ১ বছরের মধ্যে প্রতিটি জেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সুসংহত হবে। তাছাড়া এদিন তিনি আরো বলেন এনএইচআইডিসিএল-এর পক্ষ থেকে ভারতমালা প্রজেক্টে পশ্চিম জেলার জিরানীয়া থেকে কালীতলা বাইপাস পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণ করার বিষয়ে ডিপিআর পেশ করা হয় বলে এবং বৈঠকে এনএইচআইডিসিএল-এর তরফে জিরানীয়া থেকে জয়নগর, জিরানীয়াখলা, বঙ্কিমনগর, মোহনপুর, রাণীরবাজার হয়ে মেঘলিপাড়া, কালীতলা বাইপাস পর্যন্ত জাতীয় সড়কের ডিপিআর উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন। তার পাশাপাশি এদিন মন্ত্রী আরও বলেন আজকের বৈঠকে রাণীরবাজার থেকে চন্দ্রপুর পর্যন্ত জাতীয় সড়কে আরও প্রশস্ত করার জন্য নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএল-কে বলা হয়েছে। পরবর্তী সময়ে তারা সেই রাস্তা রাজ্যের পূর্ত দপ্তরকে হস্তান্তর করবে।একইভাবে আমতলি বাইপাস হয়ে সাব্রুম, বিলোনীয়া, উদয়পুর, সোনামুড়া সহ বিভিন্ন জায়গায় পৌঁছতে পারবে যানবাহনগুলি। এতে আগরতলা শহরের উপর যানবাহনের চাপ কম পড়বে বলে। আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, এনএইচআইডিসিএল-এর জেনারেল ম্যানেজার সহ পূর্ত দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকগণ।

Exit mobile version