জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারতীয় জনতা পার্টির ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সূর্যমনি নগরে আয়োজিত হয় এক সাংগঠনিক কর্মসূচি। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী রামপ্রসাদ পালসহ অন্যান্য কার্যকর্তারা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকারের সঠিক ব্যবস্থাপনায় মহিলা ক্ষমতায়নে প্রাধান্য, পরিকাঠামো উন্নয়ন, পরিষেবা প্রদানসহ প্রতিটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি এসেছেl জন কল্যাণে গৃহীত গুচ্ছ পরিকল্পনা সম্পর্কে জন সচেতনতা ও এর সুফল অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে, নিয়মিত আরও নিবিড় জনসংযোগ আবশ্যকl তাছাড়া এদিন তিনি সূর্যমনিনগর মন্ডলে বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত কার্যকর্তাদের মধ্যে অভূতপূর্ব উচ্ছ্বাস দেখে মুগ্ধতা প্রকাশ করেন এবং তাঁদের এই উৎসাহ ও উদ্দীপনা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি এখন যে অপ্রতিরোধ্য তা প্রমাণ করে বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মীসমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।