Site icon janatar kalam

অন্নদাতাদের আর্থ সামাজিক জীবন মান উন্ময়নের মাধ্যমে তাঁদের আত্মসম্মান সুনিশ্চিতিকরণে আমরা সংকল্পবদ্ধ ভাবে প্রচেষ্টারত- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার ধর্মনগর দেওয়ান পাশায় অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন তুলনামূলক স্বল্প সময়ে অধিক মিলিং সক্ষম, অ্যগ্রো টেক রাইস মিল ইউনিটের সূচনা হলl এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বলেন অন্নদাতাদের আর্থ সামাজিক জীবন মান উন্ময়নের মাধ্যমে তাঁদের আত্মসম্মান সুনিশ্চিতিকরণে আমরা সংকল্পবদ্ধ ভাবে প্রচেষ্টারত। সহায়ক মূল্যে ধান ক্রয় সহ একগুচ্ছ পরিকল্পনার সুফল হিসেবে প্রায় দ্বিগুনের কাছাকাছি কৃষকদের উপার্জন পৌঁছানো সম্ভবপর হচ্ছে। রাজ্যের বর্তমান বাণিজ্যিক অনুকূল পরিমন্ডল, বিভিন্ন সিঁথিলীকরণ ও গুচ্ছ সুযোগের সহায়তায়, কৃষি উৎপাদন নির্ভর শিল্প উদ্যোগীরাও আগ্রহী হচ্ছেন। তাছাড়া রাজ্যের কৃষকদের কল্যাণে সর্বোপরি তুলনামূলক স্বল্প খরচে ধান মিলিং এ সহায়ক হবে বলে আশা ব্যাক্ত করেন মুখ্যমন্ত্রীl

Exit mobile version